বাংলাদেশ অটোরিক্সা , অটোটেম্পু, ট্যাক্সিকার, সিএনজি চালক শ্রমিক ফেডারেশনের ভোলা সদর উপজেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার(১৮ জানুয়ারী)দুপুরে পূর্ব ইলিশা ইউনিয়ন জংশন বাজারে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব ইলিশা ইউনিয়ন বিএনপির সভাপতি
এম এ জাহের মাষ্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক,
সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদার,
সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে বক্তব্যরা বলেন দীর্ঘ ১৬ বছর শ্রমিকরা বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছ
শ্রমিক তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। স্বৈরাচারী পতনের পর এখন শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে।
এসময় আরও উপস্থিত ছিলেন।
জেলা শ্রমিক দলের অর্থ সম্পাদক জিলন মীর, সহসাধারণ সম্পাদক আলমগীর। পূর্ব ইলিশা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন। যুগ্ম সম্পাদক মোঃ হারুন রাজা,যুব দল নেতা সম্রাট হাওলাদারসহ বাংলাদেশ অটোরিক্সা , অটোটেম্পু, ট্যাক্সিকার, সিএনজি চালক শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।
https://drive.google.com/file/d/1E0i8EDNHYHNPmyobfKhoguJa-RQSqFMv/view?usp=drivesdk