ঢাকা | বঙ্গাব্দ

যুব দল নেতা মোঃ বিল্লাল হোসেনের নেতৃত্বে ধনিয়া ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 21, 2025 ইং
জনতার বাংলাদেশ ছবির ক্যাপশন: জনতার বাংলাদেশ
ad728
 ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন ৪ ও ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দেশের মানুষের কল্যাণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ৪ টায় ধনিয়া পাটোয়ারী বাড়ি জামে মসজিদে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী বিল্লাল হোসেনের নেতৃত্বে মোঃ কাজল পন্ডিতের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি মোঃ জামাল উদ্দিন লিটন। ধনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ফেরদাউস বাহাদুর। জেলা জিয়া পরিষদের সদস্য সচিব আকবার হোসেন সিকদার। পৌর ২ নং ওয়ার্ড সভাপতি আহসান কবীর লিটন।

এছাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন রাকিব হাওলাদার, শাহে আলম, মোঃ জিয়াদ, মোঃ আসলাম মাতব্বর, মোঃ রিপন কাজী, জাহিদ হাওলাদার, মোঃ জসিম ডাঃ,আরিয়ান বাপ্পী, মোঃসুমন , মোঃ ইউসুফ ফরাজীসহ ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু, জিয়াউর রহমানের ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠনক মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দাউদ ইব্রাহীম সোহেল

কমেন্ট বক্স