হাছনাইন, বোরহানউদ্দিন, ভোলা।
ভোলার কুঞ্জেরহাট বাজারে বাবলু নামের এক স্থানীয় মুদি ব্যবসায়ীর পকেট থেকে অভিনব কায়দায় ২৬ হাজার টাকা চুরি করে পালিয়েছে এক চোর। সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়েছে।
এই ঘটনা ঘটে বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, দুপুর ১টা ১৫ মিনিটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো রঙের শর্ট পাঞ্জাবি, জিন্স প্যান্ট এবং লাল স্লাইড স্যান্ডেল পরা এক যুবক প্রায় দুই ঘণ্টা ধরে বাজারে ঘোরাফেরা করছিল। যুবকটি কিছু একটা খুঁজছিল বলে মনে হচ্ছিল। পরে মুদি ব্যবসায়ী বাবলু টাকা গুনে পকেটে রাখার সময়, সুযোগ বুঝে যুবকটি সেই টাকা নিজের পকেটে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার জানাজানি হলে, বাজারের আরও ১০-১২ জন ব্যবসায়ী জানান, গত দুই মাসে কুঞ্জেরহাটে প্রায় অর্ধশত চুরির ঘটনা ঘটেছে।
তবে এই ঘটনায় থানায় কোনো অভিযোগ দিতে রাজি হননি ব্যবসায়ী বাবলু। বাজারের অন্যান্য ব্যবসায়ীরা অভিযোগ করেন, থানায় অভিযোগ দিলেও পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এ বিষয়ে কুন্জেরহাট বাজার কমিটির সভাপতি সাফিজল হক বলেন, “চোর ধরার পর পুলিশকে ফোন করা হলেও তারা ঘটনাস্থলে আসে না। বরং তারা বলে, থানায় নিয়ে যেতে হবে।”
এদিকে স্থানীয় জনপ্রিয় ছাত্রনেতা রাফসান হাওলাদার(সভাপতি,কাচিয়া ইউনিয়ন ছাত্রদল)বলেন, “বাজার কমিটির পক্ষ থেকে মাইকিং, সচেতনতা সেমিনার, এবং বৈঠকের আয়োজন করলে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে সচেতনতা বাড়বে এবং চুরির সংখ্যা কিছুটা হলেও কমবে।”
বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) বলেন, “অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব। পাশাপাশি চুরি কমাতে সবাইকে সচেতন থাকার অনুরোধ করছি।”
দাউদ ইব্রাহীম সোহেল