ভোলা সদর উপজেলা যুবদল নেতা মোঃ বিল্লাল হোসেনের পিতা আব্দুল ওয়াদুদ হাওলাদারের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
কুলখানি উপলক্ষে রবিবার (১৮ মে) দুপরে কোরআন খতম, মিলাদ ও বিশেষ ভোজের আয়োজন করেছে মরহুমার পরিবার।
ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর ,সদস্য সচিব মোঃ রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, যুগ্ম আহ্বায়ক মোঃ কবির হোসেন,সদস্য মোঃ ইয়ারুল আলম লিটন,সদর উপজেলা আহবায়ক মোঃ আসিফ আলতাফ, সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি মোঃ জামাল উদ্দিন লিটন,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ মুনতাসির আলম রবিন চৌধুরী, জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জেলা ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তারেকসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কুলখানিতে অংশ নেন। হার্টের সমস্যায় আক্রান্ত হয়ে গত (১২ মে)সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিআরবি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। (১৩ মে) দুপুরে জানাজা শেষে ভোলা সদর ধনিয়া ইউনিয়ন কানাই নগর এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
দাউদ ইব্রাহীম সোহেল