তিনি ঈদের শুভেচ্ছা বার্তাতে দৌলতখান ও বোরহানউদ্দিনসহ দেশে ও দেশের বাইরের সকলকেই পবিত্র ঈদ-উল আযহা’র শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে বলেন, ঈদুল-আযহা মানেই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়া, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপমের শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমই হচ্ছে ঈদ, ঈদ মানেই শান্তি, ঈদ মানেই আনন্দ।
প্রতি বছরের ন্যায় এবারের ঈদেও ধনী-গরীব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং আগামী দিনগুলো সবার জন্য সত্য ও সুন্দর হোক-হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক এবারের পবিত্র ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। ঈদ মোবারক।
জাহাঙ্গীর মোহাম্মদ আলম
সভাপতি
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, যুক্তরাষ্ট্র শাখা ।
দাউদ ইব্রাহীম সোহেল