ঢাকা | বঙ্গাব্দ

আবাসিক এলাকায় পোল্ট্রি খামার, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728


দাউদ ইব্রাহীম সোহেল, স্টাফ রিপোর্টার :
পরিবেশ নীতি উপেক্ষা করে আবাসিক এলাকায় পোল্ট্রি খামার এবং অপরিচ্ছন্নতার   অভিযোগ রয়েছে চেউয়াখালি এলকার কামাল   পোল্ট্রি ফার্ম নামে দুটি খামারেে বিরুদ্ধে।

ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ানেের চেউয়াখালি আবাসিক এলাকায় অবস্থিত কামাল  পোল্ট্রি ফার্ম নামে দুইটি খামার  এসব পোল্ট্রি খামারের বর্জ্যের তীব্র দুর্গন্ধে বসতবাড়িগুলোতে বসবাস করতে পারছেন না  তালুকদার বাড়িসহ কয়েকটি বাড়িরর লোকজন,  অনেকে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন।

যানাযায় ২০২০ সালে কামাল পোল্ট্রি ফার্ম নামে দুইটি খামার স্থাপন করেন ওই এলাকার মোঃ কামাল  নামের এক খামারি, এসব খামারের মুরগির বিষ্ঠা পরিষ্কার না করে খামারের নিচেই ফেলে রাখে যা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশেপাশে। এতে করে পরিবেশ দুষণের পাশাপাশি স্বাস্থ্যগত জটিলতা তৈরি হচ্ছে।
এ বিষে পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভুগি পরিবারেরর লোকজন।

খামারের পাশেই বসবাসরতরা জানান পোল্ট্রি খামারের দুর্গন্ধ আমরা বাড়িতে থাকতে পারছিনা।পুকুরে খামারের বিষ্ঠা ফেলে পুকুরে গোসল করা অনুপযোগী হয়ে গেছে। গরমের সময় বারিতে ছারপোকায় বরে যায়।বাচ্ছারা অসুস্থ হয়ে পরছে। নতুন মেহমান আসলে খামারের দুর্গন্ধেরর কারনে অনেক কথা সুনেতে হয়।

এবিষয়ে কামাল পোল্ট্রি ফার্মেরর পরিচালক মোঃ কামালের সাথে যোগাযোগ কলে তিনি বলেন, আমার সাথে জায়গা জমি নিয়ে ধন্ধ রয়েছে। সে জন্য ঐ বাড়িতে খামার রাখতে দিতে চায় না।

নিউজটি আপডেট করেছেন : দাউদ ইব্রাহীম সোহেল

কমেন্ট বক্স