ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় যুবশক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ক্যান্সার রোগীকে ২০ হাজার টাকা আর্থিক অনুদান

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728


রিয়াজ হোসেন শান্ত,ভোলা।। 

ভোলায় মানবিক ও অরাজনৈতিক সংগঠন যুবশক্তি ফাউন্ডেশন ভোলা-এর উদ্যোগে এক ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

গত রবিবার (২৮ সেপ্টেম্বর) দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মো. বাগন আলীর হাতে ২০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। প্রায় এক বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি কর্মক্ষমতা হারিয়ে ফেলেন এবং চিকিৎসার ব্যয়ে সঞ্চিত অর্থ শেষ হয়ে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে পড়েন। বিষয়টি স্থানীয় স্বেচ্ছাসেবীদের মাধ্যমে যুবশক্তি ফাউন্ডেশনের কাছে পৌঁছালে সংগঠনের সদস্যরা সম্মিলিতভাবে অনুদান সংগ্রহ করেন এবং চিকিৎসার জন্য ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।

অনুদান পেয়ে মো. বাগন আলী ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মহান আল্লাহর কাছে যুবশক্তি ফাউন্ডেশন ভোলার সকল সদস্যদের জন্য তারা দোয়া করেছেন।

যুবশক্তি ফাউন্ডেশন ভোলার নেতৃবৃন্দ জানান, ২০২৩ সালের ২ অক্টোবর মাত্র ২০–২৫ জন স্বেচ্ছাসেবী নিয়ে সংগঠনের কার্যক্রম শুরু হয়। বর্তমানে এ সংগঠনের সঙ্গে প্রায় ২৫০ জন নবীন ও প্রবীণ স্বেচ্ছাসেবী যুক্ত রয়েছেন। তারা বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো গরিব-দুঃখী ও মেহনতি মানুষের পাশে থেকে সেবা প্রদান করা।”

সংগঠনের নেতারা আরও জানান, তারা নিয়মিত মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে আসছেন। পাশাপাশি ভাঙা রাস্তা সংস্কার, দুর্যোগকালে বেড়িবাঁধের পাশে থাকা অসহায় মানুষদের সহায়তা ও সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদানসহ নানা সাংগঠনিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে।

যুবশক্তি ফাউন্ডেশন ভোলা এর দায়িত্বপ্রাপ্ত  নাম
মোঃ মেহেদী হাসান, সভাপতি, মোঃ হেলাল মুন্সি, সিনিয়র সহ-সভাপতি, মোঃ সালাউদ্দিন আহাম্মেদ, সহ-সভাপতি, আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি,
আবু হাসান হিমেল, সাধারণ সম্পাদক, মোঃ ইউসুফ আদনান, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ ফরহাদ হাজী, সাংগঠনিক সম্পাদক, মামুন কাপ্তান, দপ্তর ও অর্থ সম্পাদক (কার্যালয় প্রধান), বাপ্পি সিকদার, সহকারী দপ্তর ও অর্থ সম্পাদক, সানজিদা রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক, সুমাইয়া ইসলাম, প্রচার বিষয়ক সম্পাদক, মোঃ রাসেল মুন্সী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, জাহিদুল ইসলাম ফয়সাল, ক্রীড়া বিষয়ক সম্পাদক, মোস্তাকিম বিল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক, জাবেদ মাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক,
ইশরাত জাহান নুহা, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, সহ এ ছাড়াও প্রায় ২৫০ জন স্বেচ্ছাসেবী এ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

এ সময় যুবশক্তি ফাউন্ডেশন ভোলা এর সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল মুন্সী সাংবাদিকদের কে  বলেন। আমরা ভবিষ্যতে আরও বেশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও সমাজকে সুন্দর ও সচেতন করে গড়ে তোলাই যুবশক্তি ফাউন্ডেশন ভোলা এর মূল লক্ষ্য।



নিউজটি আপডেট করেছেন : দাউদ ইব্রাহীম সোহেল

কমেন্ট বক্স