ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় জমি দখল নিয়ে সংঘর্ষ: নাটকীয় মানববন্ধনের অভিযোগে সংবাদ সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
ভোলায় জমি দখল নিয়ে সংঘর্ষ: নাটকীয় মানববন্ধনের অভিযোগে সংবাদ সম্মেলন

রিয়াজ হোসেন শান্ত, ভোলা।। 
ভোলার আলিনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা ইয়ানুর বেগম তার পরিবারের ওপর হামলা, জমি দখলের পাঁয়তারা এবং মিথ্যা অপপ্রচারের অভিযোগ তুলেছেন প্রতিবেশীদের বিরুদ্ধে।

শনিবার (১২ অক্টোবর ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইয়ানুর বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী ইসমাইল হোসেন বাবুল ও এমরান হোসেন তাদের ভোগদখলীয় বাড়ির জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। এ নিয়ে একাধিকবার হামলার ঘটনাও ঘটেছে এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

তিনি জানান, “গত ২ অক্টোবর প্রশাসনের সহযোগিতা চেয়ে আমরা সংবাদ সম্মেলন করেছিলাম। এর জের ধরে গত শনিবার এমরান ও বাবুলের নেতৃত্বে ভোলা প্রেসক্লাবের সামনে একটি নাটকীয় মানববন্ধন করা হয়, যেখানে আমাদের মাদক ব্যবসায়ী হিসেবে অপপ্রচার চালানো হয়। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”

ইয়ানুর বেগমের ছেলে নাজিম উদ্দিন আলম জানান, ২০১৯ সালে তার বোন নাজমিন আক্তার স্কুলে যাওয়ার পথে তৎকালীন ইউপি সদস্য মাকসুদ সিকদারের ছেলে জুবায়ের হোসেন মিম তাকে উত্ত্যক্ত করায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। ওই মামলায় জুবায়ের এক মাস ১৮ দিন কারাভোগ করেন।

তিনি অভিযোগ করেন, “এরপর থেকেই আমাদের পরিবারকে হেয় করার জন্য মাদক ব্যবসায়ী হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে। আমাদের নামে কোনো মাদক মামলা নেই। আমরা প্রশাসনের কাছে এই মিথ্যা অপপ্রচারের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”

এ বিষয়ে অভিযুক্ত জুবায়ের হোসেন মিম সাংবাদিকদের কে বলেন, নাজমিন আক্তার কে কেন্দ্র করে আমার বিরুদ্ধে একটি মামলা দিয়েছে। ওই মামলায় আমি জেল ও খেটেছি এবং প্রায় ৫ বছর যাবত মামলাটি চলমান ছিল। অবশেষে আমাদের উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে মামলাটি উঠিয়ে ফেলা হয়। মাদকের বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা তাকে কেন হয়রানি করবো এটা মিথ্যা কথা। 

ভুক্তভোগী পরিবার জানায়, স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। বর্তমানে তারা আইনি সহায়তা চাইছেন।



নিউজটি আপডেট করেছেন : দাউদ ইব্রাহীম সোহেল

কমেন্ট বক্স