সকালে সবার সাথে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন ।
এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোঃ হায়দার আলী লেলিন,জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব মোঃ রাইসুল আলম, জেলা বিএনপির অন্যতম সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটন জেলা যুবদল সভাপতি মোঃ জামাল উদ্দিন লিটনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সাথে দেখা করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
পরে নিজ এলাকা ধনিয়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকা ঘুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় তিনি সবার খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক দিকনির্দেশনা দেন। দলীয় নেতাকর্মী ও স্থানীয় লোকজন ঈদের দিনে প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকে নিজেদের বাড়িতে তাঁকে নিমন্ত্রণ করেন।
এ বিষয়ে যুব দল নেতা মোঃ বিল্লাল হোসেন বলেন বলেন, ধনিয়া ইউনিয়নের মানুষ আমার প্রাণশক্তি। এরা সবাই আমার বৃহৎ পরিবারের সদস্য, আমার আত্মার আত্মীয়। তাই সুখেদুখে সব সময় আমি ধনিয়া ইউনিয়নের সাধারণ মানুষের সাথে থাকতে ভালোবাসি। সাধারণ মানুষের মুখের হাসি, তাদের শরীরের গন্ধ আমাকে প্রাণশক্তি জোগায়। যতদিন বাঁচি সবাইকে নিয়ে সবার সাথে বাঁচতে চাই