দাউদ ইব্রাহীম সোহেল:
ভোলা সদর উপজেলা যুবদলের আয়োজনে যুবদল নেতা মোঃ বিল্লাল হোসেনের পিতার রোগ মুক্তির জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।
শনিবার (১০ মে)সন্ধ্যায় ভোলা সদর নতুন বাজার বোডিং মসজিদে উক্ত দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা যুবদল সভাপতি ও জেলা বিএনপির সদস্য ইয়ারুল আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ,সদস্য সচিব মোঃ মুনতাসির রহমান রবিন চৌধুরী । এছাড়াও জেলা বিএনপির সদস্য মোঃ লোকমান গোলদার, ধনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফেরদাউস বাহাদুর, ছাত্র দল নেতা মির মোহাম্মদ রুবেল ,যুব দল নেতা,মোঃ ইব্রাহীম দেওয়ান, আল আমিন হাওলাদার,মোঃ ইমরান, তরুণ দলের সভাপতি মোঃ রুহুল আমিন মিরন, সাধারণ সম্পাদক মোঃ খোকনসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত শুক্রবার (২মে) বিকেলে যুবদল নেতা মোঃ বিল্লাল হোসেনের পিতা মোঃ আব্দুল ওদুদ মাল গুরুতর অসুস্থ হয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
তার অবস্থার অবনতি দেখে পরবর্তী উন্নত চিকিৎসার্থে তাকে ঢাকায় নিয়ে (বিআরবি) হাসপাতালে ভর্তি করানো হয়েছে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।