ভোলা সদর উপজেলা যুবদল নেতা মোঃ বিল্লাল হোসেনের পিতা আব্দুল ওদুদ মাল (৮০) মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন । জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল আলম মানিক, সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসেন তালুকদার এবং ধনিয়া ইউনিয়ন বিএনপি নেতা ও জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ মোঃ আব্দুল্লাহ আল মামুন।
উল্লেখ্য মোঃ আব্দুল ওদুদ মাল গত শুক্রবার (২মে) বিকেলে গুরুতর অসুস্থ হয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। অবস্থার অবনতি দেখে পরবর্তী তাকে চিকিৎসার জন্য ঢাকায় (বিআরবি) হাসপাতালে ভর্তি করানো হয়। জানাযায় হার্টের সমস্যা জনিত কারণে ভুগছিলেন তিনি।
আব্দুল ওদুদ মাল ,সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিআরবি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সোমবার রাতে এক শোক বার্তায় শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, মোঃ বিল্লাল হোসেনের বাবা আব্দুল ওদুদ মাল সন্ধ্যা ৭ টায় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন পরিবারকে শোক সইবার শক্তি দান করেন।